রূপগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজের ৭ মাস পর লিটন (৩৫) নামের একজনের দেহাবশেষ উদ্ধার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। শনিবার ৯ নভেম্বর সন্ধ্যায় উপজেলার চনপাড়া এলাকায় সিটি গ্রুপের ভরাটকৃত বালির মাঠ থেকে এ দেহাবশেষ উদ্ধার করা হয়। নিহত লিঠন উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুর্নবাসন এলাকার ৯ নং ওয়ার্ডের শাহেদ আলীর ছেলে। নিহত লিটনের ভাই মনির হোসেন জানান, জমি নিয়ে লিটনের শশুর বাড়ির লোকজনদের সাথে দীর্ঘদিন ধরে ঝামেলা চলছিল। এরই জেড় ধরে ৭ মাস আগে তার শশুর বাড়ির লোকজন প্রথমে লিটনকে অপহরন করে নিয়া যায় ও পরে হত্যা করে লাশ গুম করে ফেলে। অনেক খুঁজাখোজির পর লিটনকে না পেয়ে রূপগঞ্জ থানায় তার শ্যালক শাকিল, মুসা , আলাউদ্দীন, রহমান,অপু, মিলন সহ মোট ৬ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করা হয়। এ ব্যাপারে রূপগঞ্জ থানার এস আই নাজিম উদ্দিন জানান, আসামীদেরকে গ্রেফতার করা হয়েছে। ঢাকার কেরানীগঞ্জ থেকে আসামী মুসাকে গ্রেফতার করা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী চনপাড়া এলাকার সিটি গ্রুপের ভরাটকৃত বালুর মাঠ থেকে লিটনের দেহবশেষ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার সত্যতা স্বীকার করে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান জানান, এজহারভুক্ত সকল আসামীদের গ্রেফতার করা হয়েছে। আসামী মুসার স্বীকারোক্তি অনুসারে মঙ্গলবার সন্ধ্যায় তাকে নিয়ে অভিযান চালিয়ে এস আই নাজিম উদ্দিন লিটনের দেহাবশেস উদ্ধার করেছে। সকল আইনি প্রক্রিয়া শেষে আসামীদের নারায়ণগঞ্জ আদালতে পেরন করা হবে।
