বাংলাভোর নিউজ ডেস্কঃ ঢাকা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সৈয়দ মাহবুবুর রহমানকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
কমিশনের সেগুনবাগিচার কার্যালয়ে তাকে সোমবার (১১ নভেম্বর) সকাল ১০টা থেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য বিষয়টি নিশ্চিত করেছেন।
ঋণ কেলেঙ্কারি, ভুয়া এলসি, ঘুষ গ্রহণসহ বিভিন্ন অনিয়ম-দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন ও পাচারের অভিযোগ অনুসন্ধানে সৈয়দ মাহবুবুরকে জিজ্ঞাসাবাদ করছেন অনুসন্ধান কর্মকর্তা ও দুদকের উপ-পরিচালক আবুবকর সিদ্দিক।
এর আগে গত বুধবারও (৬ নভেম্বর) তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
সৈয়দ মাহবুবুরকে তলব করে গত ৩০ অক্টোবর চিঠি দেওয়া হয়েছিল। সেই চিঠিতে অভিযোগের বিষয়ে বলা হয়, ঢাকা ব্যাংকের এমডি সৈয়দ মাহবুবুর রহমান ও অন্যদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, ঘুষ গ্রহণ, জালিয়াতি, বিরাট অঙ্কের ঋণ কেলেঙ্কারি, ভুয়া এলসি, বিভিন্ন দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ ও বিদেশে পাচারসহ অপরাধ রয়েছে।