আনোয়ার হোসেন, গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরে সদর রেঞ্জ অফিসার ও বিট কর্মকর্তাদের অভিযানে অবৈধ চোরাই বিপুল পরিমান সেগুন কাঠ ও মালামাল সহ ট্রাক জব্দ করে বন বিভাগ।রোববার (১৭) রাত ৮টার দিকে এ আটকের ঘটনা ঘটে। এ সময় ট্রাকের চালক ও হেলপার পলিয়ে যায়।বন বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর সদর রেঞ্জ ঢাকা বন বিভাগের ফরেস্ট রেঞ্জ অফিসার নাজমুল হোসেন ও সালনা বিট কর্মকর্তা আব্দুল মান্নানের নেতৃত্বে টহলরত টিম গাজীপুর মহানগরের ধীরাশ্রম এলাকা থেকে ট্রাকসহ সেগুন কাঠের চালানটি জব্ধ করে।
সালনা বিট কাম চেক স্টেশনের অফিসার, আব্দুল মান্নান জানান, “গোপন সূত্রে জানতে পারি টাঙ্গাইল থেকে পাচারকারী চক্রটি ট্রাকে করে সেগুন কাঠ পাচারের উদ্দেশে গাজীপুরের ভোগড়া হয়ে টঙ্গীর দিকে যাচ্ছে। এমন সংবাদে আমরা যৌথভাবে অভিযান চালিয়ে (ঢাকা মেট্রো-ট-১৮- ৯১০৯) সেগুন কাঠ বোঝাই ট্রাকটি ধীরাশ্রম রেল লাইনের পশ্চিম পাশে থেকে জব্দ করি।”
তিনি আরও জানান, জব্দকৃত ট্রাকের মধ্যে আনুমানিক ৪০০ শত ঘনফুট সেগুন কাঠ রয়েছে।