মোঃ নজরুল ইসলাম, কোটচাঁদপুর প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ২০১৯ অনুষ্ঠিত। ২৪ শে নভেম্বর রবিবার সকাল ১০.৩০ মিনিটের সময় যথানিয়মে পরীক্ষা শুরু হয়। কোটচাঁদপুর উপজেলা শিক্ষা অফিসার অসিত বরন পাল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। তার নেতৃত্বে উপজেলায় ৯ টি কেন্দ্রে সুন্দর ও সুষ্ঠুভাবে প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ী পরীক্ষা শেষ হয়েছে। এ উপজেলায় মোট শিক্ষার্থী ২৩৪১ জন অনুঃ ২১ জন। ইবতেদায়ী ১৭৬ জন অনুঃ ২৩ জন। কোটচাঁদপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১নং, ২নং ও ৩নং মোট ৩টি ওয়ার্ডের ২৪৯ জন পরীক্ষা দিচ্ছে। অনুঃ ১জন। প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে রয়েছে দুধসরা, ভবানীপুর, সব্দুল সরদার, জি এম, ড্যাফোডিল, সানরাইজ, মডেল ও আলামিন। এ সময় উপস্তিত ছিলেন কোটচাঁদপুর উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার কমল কুমার ভট্রাচার্জ (এইউইও), সচিব ও প্রধান শিক্ষক আসাদুজ্জামান আসাদ, হল সুপার নুরুল আমিন ইকড়া প্রধান শিক্ষক, সহকারী হল সুপার মাহবুবুর রহমান প্রধান শিক্ষক ধোপাবিলা। এ সময় শিক্ষা অফিসার বলেন, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা সুন্দর ও সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়েছে কোন প্রকার অপৃতিকর ঘটনা ঘটেনি। শিক্ষার্থীরা নির্বিঘ্নে পরীক্ষা দিয়েছে। ডিসেম্বরের শেষ দিকে ফলাফল প্রকাশ করা হবে।
